রাজশাহী বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত তারা খাতুন (৫) নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তারা খাতুন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর গ্রামের পানজাতন ইসলামের মেয়ে।
জানা গেছে, ২৩ সেপ্টম্বর রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঘা-চারঘাট মহাসড়কের হেলালপুর মোড়ের পাশে ৪/৫ জন শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তারা খাতুন। তাদের মধ্যে থেকে হঠাৎ সড়ক পার হতে যায়। এ সময় একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে তারা খাতুন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আট দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশুটির মৃত্যু হয়। ওইদিন এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, সড়ক দূঘর্টনায় আহত এক শিশু মারা গেছে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।