ফিফার আচরণ বিধি ভঙ্গ করায় ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা। অনুর্ধ্ব ২০ নারী বিশ্বকাপের একটি ম্যাচে ফেয়ার প্লে আইনের নীতি ভঙ্গ এবং খেলোয়াড় ও অফিসিয়ালদের সাথে অশোভন আচরেনর দায়ে বার্সেলোনার সাবেক তারকা ইতোকে এই শাস্তি দেয়া হয়েছে। ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুনের শেষ ষোলর ম্যাচে ইতোর বিপক্ষে এই আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ম্যাচটিতে অতিরিক্ত সময়ে ব্রাজিল ৩-১ গোলে জয়ী হয়। গত ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে বোগোটায় অনুষ্ঠিত ম্যাচে একটি পেনাল্টি থেকে ব্রাজিল সমতায় ফিরে। ঐ সময় পেনাল্টির বিরোধিতা করে ইতো ও ক্যামেরুনের আরো কয়েকজন কর্মকর্তা রেফারির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিত করে লাল কার্ড দেখেন। আগামী ছয়মাস নারী ও পুরুষদের যেকোন বয়সভিত্তিক প্রতিযোগিতায় ক্যামেরুনের ম্যাচে ইতো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। কিন্তু তার এই নিষেধাজ্ঞা ফুটবল ফেডারেশনের সভাপতির ভূমিকায় কোন প্রভাব ফেলবে না। এর আগে গত জুলাইয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য ইতোকে দুই লাখ মার্কিন ডলার জরিমানা করেছিল আফ্রিকান ফুটবল কনফেডারেন। ২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন ৪৩ বছর বয়সী ইতো।