ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে বিকাশের দোকানে তালা কেটে চুরি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে শহরের ষ্টেশন রোড এলাকায় সাহাবাড়ি সামনে এ ঘটনা ঘটে। দোকানের মালিক শ্রী বাদল সাহা জানান, ম্যানেজার সিরাজুল ইসলাম রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। ভোর রাতে সংঘবদ্ধ চোরের দল দোকানের শার্টারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। দোকানে থাকা নগদ ১০ হাজার টাকা,১লাখ ৫০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড,২টি মোবাইল সেটসহ বিকাশে থাকা ১লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।