আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির মেহেরপুর জেলা শাখার সভাপতি মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন মেহেরপুরের সিভিল সার্জন ডা: মহিউদ্দিন আহম্মেদ বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন আর এমপি কেন্দ্রিয় কমিটির সভাপতি এম, এ, গফুর আর এমপি কেন্দ্রিয় কমিটির মহা সচিব আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আর এমপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: সুমন আলী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: শফিকুর রহমান, আর এমপি কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ হোসেন সাদিক ইমাম, আর এমপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার প্রকাশনা সম্পাদক মো: সাইফুল ইসলাম (শাহীন) অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন আর এমপি মিরপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম মেহেরপুর জেলা সহ-সভাপতি মো: শাফায়েত হোসেন। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।এতে প্রায় শতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।