বিশ্ব নবীর হযরত মুহাম্মদ (সঃ)কে অপমানের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগ বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা। সোমবার বাদ আসর সেনবাগ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে সম্মিলিত ওলামায়ে কেরামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে সেনবাগ পৌরসভা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোডে এসে প্রতিবাদ সভা করে। এসময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার ওলামা মাশায়েক সমিতি সভাপতি সেনবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মোহাম্মদ উল্লাহ যোবাযের, সেনবাগ পৌরসভা ইমাম মোয়াজ্জেম সমিতর সেক্রেটারী রহিম উল্লাহ বশিরী,মুফতী নুরুল ইসলাম,, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান ইসলাম, কামরুল ইসলাম, আবু সালে জুয়েল, হাফেজ যোনাযেদ প্রমুখ।