নবাবগঞ্জে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) : : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৪, ০৬:৪৯ এএম

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জ ওলামা পরিষদের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার ৭১ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শেষে ৭১ চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, ওলামা পরিষদের গোলাপগঞ্জ ইউপি সভাপতি মুফতি ওবাইদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি মাওলানা মোঃ মিনহাজুল ইসলাম,সদস্য সচিব মওলানা মোঃ মাহবুবুল আলম খান, উপজেলা মডেল মসজিদের ইমাম, মওলানা আ,ক,ম আকমল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনও রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। পরে উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মডেল মসজিদের ইমাম ও খতিব মওলানা মোঃ আঃ আজিজের নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয়। 

এসময় স্থানীয় তৌহিদী জনতা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW