মুলাদীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের ১দফা দাবীতে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরারবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামান্না আফরোজ বেবী, মো. হাবিবুল্লাহ, পশ্চিম বানীমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম, চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম দিপু, উত্তর হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহতাব হোসেন, মো. সামছুল হক, গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন সোনিয়া, সহকারী শিক্ষক কাজী বজলুর রশিদ ফয়সাল, সাইদুল ইসলাম, রেশমা ্আক্তার, খালেদ হোসেন, লায়লা নাসরিন খাদিজা, মো. আমিনুল ইসলাম, মো. ইউসুফ, মো. আল মাহমুদ, শাহিনূর চৌধুরী, শারমিন আক্তার, উম্মে হাবিবাসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। মানববন্ধন শেষে শিক্ষকেরা ১দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।