বিরলের কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আলোচনা শেষে ইউনিয়নের ৯ টি দূর্গা পূজা মন্ডপে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আর্থিক সহায়তা বিতরণ করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট বিএনপি (আমেরিকা) এর আহ্বায়ক কমিটির সদস্য মোজাহারুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৮নং ধর্মপুর ইউনিয়ন শাখার আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও যুবদল দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু চৌধুরী, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিরল উপজেলা যুবদলের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক পল্লী ও সমবায় বিষয়য়ক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর ইসলাম, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, মামুনুর রশীদ মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে ৯ টি পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রত্যেকটি পূজা মন্ডপে বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাষ ব্যক্ত করে সমাবেশে বক্তব্য প্রদান শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইউনিয়নের ৯ টি দূর্গা পূজা মন্ডপে আর্থিক সহায়তা বিতরণ করেন নেতৃবৃন্দ।