দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী বাদী হয়ে বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ গত দুই দিনে অজ্ঞাতনামা ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটকৃতরা হলেন- বিরল ৫ নং ইউনিয়নের রবিপুর সরকারপাড়া গ্রামের মৃত পেশার উদ্দীন এর ছেলে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (৫৫) ও বাগাড়াপাড়া গ্রামের আব্দুল আজিজ এর ছেলে ১০ নং ইউনিয়ন রানীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান (৩৪)। এর আগে এজাহারনামীয় এক আসামীসহ অজ্ঞাতনামা ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটকটৃতরা হলেন- তেঘরা সরকারপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন এর ছেলে আব্দুস সালাম লিটন (৫৮), বিরল পৌরশহরের ব্রহ্মপুর গ্রামের মৃত মাহাবুর রহমান এর ছেলে সহিদুল ইসলাম (৩৪), শংকরপুর গ্রামের মৃত আহমেদ আলী এর ছেলে আব্দুল কুদ্দুস (৬৫) ও মৃত সাকের মোহাম্মদ এর ছেলে আব্দুর রহমান (৫২)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে ৭ অক্টোবর/২০২২৪ অজ্ঞাতনামা আসামী সিদ্দিকুর রহমানকে, ৬ অক্টোবর/২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল আজিজকে, ৪ অক্টোবর/২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমানকে ৩ অক্টোবর/২০২৪ এজাহার নামীয় আসামী আব্দুস সালাম লিটন ও অজ্ঞাতনাম আসামী সহিদুল ইসলামকে ও আটক করা হয়। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।