রংপুরে মটর শ্রমিক ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ৫০০জন শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৯ অক্টোবর) বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মটর শ্রমিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সকল মটর শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন রংপুর জেলা মটার শ্রমিক ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজা, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সড়ক সম্পাদক মোঃ সাদেক আলী, সড়ক সম্পাদক মোতালেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।