নওগাঁর মান্দায় সালিশের রায় না মেনে এক বৃদ্ধার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পার-নুরুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধার নাম আনোয়ারা বেগম (৬০)। তিনি পার-নুরুল্লাবাদ গ্রামের মৃত আলিমুদ্দীনের স্ত্রী। ঘটনায় সোমবার একই গ্রামের মকলেছুর রহমান, রফাতুল্ল্যা ঝড়-সহ ৭জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আনোয়ারা বিবি বলেন, বসতভিটার ৪শতক জমি নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধ চলছিল। এনিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলাও চলছে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় লোকজন উভয়পক্ষকে নিয়ে রোববার বিকেলে সালিশের আয়োজন করে। সালিশের রায় অমান্য করে রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলা করে।
ভুক্তভোগী আনোয়ারা বিবি অভিযোগ করে বলেন, হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা ঘরে থাকা দুই লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে এ হামলা চালানো হয়েছে।
সালিশের মাতব্বর সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, উভয়পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় লোকজন উদ্যোগ নেয়। দীর্ঘ সময় কাগজপত্র পর্যালোচনা করে উভয়পক্ষকে নালিশি জমির অংশ ভাগ দেন সালিশের লোকজন। এ রায় অমান্য করে বৃদ্ধা আনোয়ারা বিবির বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা।
জানতে চাইলে অভিযুক্ত রফাতুল্যা ওরফে ঝড়- মোবাইলফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।