কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ার বেগুনবাড়িয়া গ্রামে বুধবার বিকালে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ এ সময় আরো পাঁচজন গুরুতরভাবে আহত হয়। আহতদের আশঙ্কাজানের অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে ছাতারপাড়া বেগুনবাড়িয়া গ্রামের মৃত রমজান গাইনের পুত্র হামিদুল ইসলাম হামেদ(৫৫) ও তার ছোট ভাই নজরুল ইসলাম নজু (৫০), বিকাল সাড়ে চারটার দিকে এ কী এলাকার,আসমত, আকবর, জামান, সহ আরো ৭/৮ জন চা খেতে গেলে আগে থেকে ওত পেতে থাকা তার প্রতিপক্ষ অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে এ সময় ঘটনাস্থলে হামিদুল ইসলাম হামেদ ও তার ছোট ভাই নজরুল ইসলাম নজু ঘটনাস্থলে মারা যায় এ সময় গুরুতরভাবে আরো পাঁচ জন আহত হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।