জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অনিবার্য, তবে প্রতিরোধযোগ্য। বিড়াল, বানর,শিয়াল,কুকুর ও বন্যপ্রাণীর কামড়ে বা আঁচড়ের মাধ্যমে মানুষের দেহ জলাতঙ্ক রোগ ছড়ায়। জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য সরকারি ভাবে ফ্রি ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে বুধবার থেকে। ছবিটি মিরপুর থেকে তোলা। -এফএনএস