সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শাগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই আল হাবীব ক্যাটারিং সার্ভিসের কর্মী বলে জানা গেছে।
রাষ্ট্রদূত মসিহ জানান, আল হাবীব ক্যাটারিং সার্ভিসের ১৭ কর্মী দাম্মাম থেকে মদিনায় যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে শাগরা এলাকায় তাদের বহনকারী গাড়ির চাকা পাংচার হলে এ দুর্ঘটনা ঘটে।