রোজার মাসে চার ব্র্যান্ডে তিন হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে মোবাইল হ্যান্ডসেট নির্মাতা অপো।
রোববার অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপো এ৭ মডেলের ২২ হাজার ৯৯০ টাকার হ্যান্ডসেটটি ৩ হাজার টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়।
অপো এ৭থ্রি মডেলের ১৮ হাজার ৯৯০ টাকার হ্যান্ডসেট ১ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকায়।
এছাড়া অপো এ৩এস মডেলের স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে ১০ হাজার ৯৯০ টাকায়। আগে এর দাম ছিল ১১ হাজার ৯৯০ টাকা।
১২ হাজার ৯৯০ টাকার অপো এ ১ কে মডেলের ফোনটি পাওয়া যাবে ১১ হাজার ৯৯০ টাকায়।
অপো বলছে, পুরো রমজান মাসজুড়ে দেশের সব অপো আউটলেট, মোবাইল ফোন মার্কেট এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে পাওয়া যাবে এ অফারটি।
ঈদের আগে আরও বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।