নিজের জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ-২, প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে ঘর নির্মানে অনিয়মের অভিযোগ উঠায় মিস্ত্রি সহ এ কাজের সাথে জড়িতদের প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল স্থানীয় ও ভুক্তভুগীদের অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়। ভুক্তভুগি বাড়ির মালিক হালিমা খাতুন জানান,রাজমিস্ত্রি পলাশ ঘর নির্মানের জন্য রড,মাটি ভরাট,লেবার খরচ দাবি করে। ইতো মধ্যে কিছু টাকাও দেয়া হয়। এ ছাড়া আমার প্রতিবন্ধী মেয়েকে দিয়ে ইট বহনের কাজও করানো হয়। সরকার বিনামূল্যে ঘর দিলেও আমাদের টাকা ও শ্রম দিতে হচ্ছে। তাছাড়া কাজও হচ্ছে নি¤œমানের। গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম জানান,অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ ছাড়া নি¤œনামের কাজ হচ্ছে বলেও তিনি দাবি করেন। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল বলেন,অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিস্ত্রি কর্তৃক টাকা চাওয়া ও ইটবালি বহনের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মিস্ত্রি সহ এ কাজের সাথে জড়িতদের প্রত্যাহার করা হয়েছে। এখন নতুন মিস্ত্রি দিয়ে কাজ করা হবে। এ ছাড়া কাজ তদারকি করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এ সময় তিনি ভালো মানের কাজ করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল।
গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আবদুল মান্নান
মেহেরপুর প্রতিনিধি :
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেহেরপুরের গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান। বুধবার দপুর ১ টায় ফলাফল ঘোষনা করেন প্রিজাইডং কর্মকর্তা ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার। এর আগে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ফলাফলে মতিয়ার রহমান ৩ ভোট পেয়ে পরাজিত হন। আবদুল মান্নান ৪ পেয়ে বিজয়ী হন। একটি ভোট বাতিল হয়। মোট ভোটার ৮জন। উল্লেখ্য : গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৫০৮ জন ভোটারের মধ্যে ৪২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান প্যানেল থেকে আবুল কালাম ২১৬,রবিউল ইসলাম ১৬৪,শফিউল ইসলাম ১৫৩,রাশিদুল ইসলাম মিলন ১২২ ও সংরক্ষিত সদস্য পদে নাজমা খাতুন ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গোলাম সারোয়ার টোকন প্যানেল থেকে হাসান ১০৯,মজিরুল ইসলাম ৯৪,আবু সাইদ রাশেদ ৮৪,আক্তারুল ইসলাম ৭২ ও সংরক্ষিত সদস্য পদে ওজিফা খাতুন ১০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ভোট গণণা শেষে প্রিজাইডিং কর্মকর্তা ও গাংনী উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার এ ফলাফল ঘোষনা করেন। এর আগে বিনাপ্রতিদ্বন্দিতায় শিক্ষক প্রতিনিধি জাকিয়া আক্তার,নেয়ামুল আশরাফ ও শাজাহান আলী বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে জাকিয়া আক্তার,নেয়ামুল আশরাফ সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান প্যানেল থেকে নির্বাচিত হন। বিজয়ী প্রার্থীরা জানান,সাবেক সভাপতি গোলাম সারোয়ার টোকন নিয়োগ বানিজ্য,শিক্ষা প্রতিষ্ঠানটিতে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সহ নানা অভিযোগের কারণে নির্বাচনে ভরাডুবি হয়।