নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা ডিভাইস হস্তান্তর করা হযেছে। ২৬ জুন দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের ডিজিটাল হাজিরা ডিভাইস ও শিক্ষার্থীদের ডিজিটাল স্মার্ট কার্ড হস্তান্তর করেন। এর ফলে শিক্ষকদের হাজিরা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতিদিনের হাজিরা তাদের পরিবারের প্রধানের নিকট এসএমএস এর মাধ্যমে পৌছে যাবে এবং স্কুল ফাঁকি বন্ধ হয়ে যাবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, এসিল্যান্ড সানজিদা সুলতানা. উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা রিপন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান অ্যাকাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকারসহ বিভিন্ন শ্রেনির শিক্ষার্থী-সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।