ভূঞাপুরে হজ্জ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ৬ জুলাই, ২০১৯, ০৫:০১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি হজ্জ মোৗসুমের হাজিদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএসসি ট্যুরস এ- টাষ্ট্রাভেলসের উদ্যেগে গতকাল শনিবার স্থানীয় উপজেলা অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম এডভোকেট। লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার অধ্যক্ষ বখতিয়ার খানের সভাপতিতে¦ অন্যান্যের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গোপালপুর ভূঞাপুরের সাবেক সাংসদ শামছুল হক তালুকদার ছানু, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন¡, বিএসসি ট্যুরস্ এ- ট্রাভেলস্ এজেন্সির পরিচালক মো. সোলায়মান, ভূঞাপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা শহিদুল ইসলাম, উপজেলা মসজিদের ইমাম মওলানা আনিছুর রহমান প্রমুখ।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW