বগুড়ার শেরপুরে নির্মানাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎপিষ্ট হয়ে পাইপ ফিটিং মিস্ত্রী নিহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে পৌর শহরের সান্ন্যাল পাড়া এলাকায়।
নিহতরা হলেন,শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোতা গ্রামের আবদুল ছালামের ছেলে শাহ আলম ও খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে রবিউল ইসলাম।
জানা যায়, শেরপুর পৌর শহরের সান্ন্যাল পাড়া এলাকায় মোস্তফা খন্দকার ছেলে ইমরুল খন্দকারের তিনতলা নির্মানাধিন বাড়িতে স্টিলের পাইপ ফিটিং এর কাজ করছিল। বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে কাজা করার একপর্যায়ে এ সময় বাড়ি ছাঁদ থেকে ২ ফুট দুরত্বে থাকা বিদ্যুতের খুটির তারের সাথে পাইপ ছাদের ফিটিংএর এর পাইপ লেগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন।
পরে স্থানিয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এলাকাবাসীর অভিযোগ চলমান বৃষ্টির মধ্যে বিল্ডিং নির্মানের কোন নিয়মকানুন না মেনে এধরনের ঝুকির্পুর্ন কাজ করায় এ ঘটনা ঘটেছে।