হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (কবিরুল ইসলাম কবির; হরিপুর, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ২১ জুলাই, ২০১৯, ০১:৪৯ এএম

শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে বিশাল (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত বিশাল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ইসরাঈলের ছেলে।
নিহত বাবা ইসরাঈল বলেন বিশাল বিকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পিছনে থাকা পুকুরের পানিতে বিশালকে এক ব্যক্তি ভাসমান অবস্থায় দেখে চিৎকার দেয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পুকুরের পানিতে ডুবে বিশাল মারা যাওয়ার সত্যতা স্থানীয় চেয়ারম্যান মনিরুজ্জান মনি নিশ্চিত করেছেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW