বজ্রপাতে বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী সরকারবস্তির পার্শ্ববর্তী আম বাগানে আম তোলার সময় মঙ্গলবার দুপুরে বজ্রপাত ঘটলে ৩ জন নিহত হয় এবং ১৩ জন গুরুত্বর আহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাণিশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন জগদল গ্রামের রহিম উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম(৩৮) ও অপর দিকে দালালবস্তি গ্রামের তমিজ উদ্দীনের ভাই আঃ জব্বার(৪২) মাঠে কাজ করার সময় ঘটনাস্থলে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুত্বর আহত অবস্থায় ১৪ জনকে বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে বালিয়াডাঙ্গী হাসপাতালে রাণীশংকৈল উপজেলার জগদল গ্রামের বাচা মোহাম্মদের ছেলে নুরেল হক (৪১) মারা যায়।
পরবর্তীতে অসুস্থ ২জন কে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন এবং ১২ জনকে বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।