ভোলাহাটে ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার্স অব ভোলাহাটের বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে ঈদের ২য় দিন ১৩ আগষ্ট মঙ্গলবার র্যালী ও মানবন্ধন করেছে। একটি স্বেচ্ছসেবী ও জনকল্যাণমূলক এ সংগঠনটি সকাল ১০টার দিকে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ হতে একটি র্যালী বের করে ভোলাহাট মেডিকেলমোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোলাহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। মানববন্ধে তারা ৬টি সমস্যার সমাধানের দাবী করে সরকারের কাছে। দাবীগুলো মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন ভাঙ্গা ব্রীজটি দ্রুত র্নিমাণ, টেলিটক নেটওর্য়াক স্থাপন, আম ফাউন্ডেশনের সামনের রাস্তা সংস্কার, আম গবেষণা কেন্দ্র স্থাপন, ভোলাহাট হতে রহনপুর রাস্তাটি দ্রুত প্রস্থ্য করে সংস্কার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের সেবার মান নিশ্চিত করার দাবী তুলে ধরা হয়। এ সংগঠনে চাকুরিজীবি ও শিক্ষার্থী ভোলাহাটের শতাধীক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা সদস্য। পরে তারা ভোলাহাট রেশম বোর্ডে গিয়ে বনভোজনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আহাসানুল্লাহ গৌরব, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক তরেক হোসেন হৃদয় জানান, ভোলাহাটের ডিপ্লোমান ইঞ্জিনিয়ার পড়–য়া শিক্ষার্থীদের চাকুরির ব্যবস্থা করাসহ ভোলঅহাট উপজেলার উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে এ সংগঠনের জন্ম।