চমকে গেল দর্শক!

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৪৪ পিএম

দুইজনই সুপারস্টার, তবে দুই পর্দারটা আলাদা। একজন বলিউডের, অন্যজন তামিল সিনেমার। বলছিলাম রণবীর সিং ও মহেশ বাবুর কথা। এই দুই তারকাকে এবার সঙ্গে দেখা যাবে পর্দায়। বলিউড পাডায় গুঞ্জন উঠেছে, প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা এর পরবর্তী সিনেমায় অভিনয় করতে চলেছেন এই দুই তারকা। এই গুঞ্জন সত্যি না হলেও ভয়ের কিছু নেই রণবীর সিং ও মহেশ বাবু ভক্তদের। এরইমধ্যে পর্দা ভাগাভাগি করে ফেলেছেন এই দুই তারকা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া গ্লিটজ জানাচ্ছে, মুম্বাইয়ে ভারতীয় একটি পানীয়ের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন রণবীর সিং ও মহেশ বাবু

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW