ভারি বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় পাহাড় ও ভূমিধসের আশঙ্কা বাড়ছে

এফএনএস এক্সক্লুসিভ: : | প্রকাশ: ১৭ জুন, ২০২০, ০৭:২০ পিএম

চলতি বছর ভারি বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মৌসুমি বাযু সারাদেশে বিস্তার লাভ করেছে এবং বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে জলবায়ু অফিসের পূর্বাবাস মতে আগামী কয়েকদিন সারাদেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময় কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। আর ভারি বৃষ্টিপাতের কারণেই পার্বত্য এলাকায় পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ইতোমধ্যে শুরু হয়েছে বর্ষার বৃষ্টিপাত। মৌসুমি বায়ু সারাদেশে সক্রিয় হওয়ার রাজধানী ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। আকাশে আষাঢ়ে মেঘের ডামাডোল। আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় আমফান চলে যাওয়ার পর থেকেই দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। জলবায়ু অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, এবার বর্ষায় বিশেষ করে জুন ও জুলাইয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আর ভারি বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ও ভূমিধসের আশঙ্কাও বাড়বে। মৌসুমি বায়ুর আধিক্যে প্রবল বৃষ্টিপাতের কারণে গত ২০১৭ সালে দেশে ব্যাপক পাহাড়ধসের ঘটনা ঘটে। ৩ দিনের প্রবল বর্ষণের ফলে ওই বছর ১২ জুন মধ্যরাত ও ১৩ জুন ভোরে চট্টগ্রাম এবং তিন পার্বত্য জেলা-রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে ১৫৬ জন মারা যায়। সব মিলিয়ে ওই বছর পাহাড়ধসের ঘটনায় ১৫২ জন প্রাণ হারায়। আর আঘাতপ্রাপ্ত হয় অল্পসংখ্যক ৩শতাধিক। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কর্মীদের পক্ষে আটকেপড়াদের উদ্ধার সাধন শক্ত হয়ে পড়ে। পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রচ- বৃষ্টিতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এবারও মৌসুমের শুরু থেকেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি। ওই কারণে এখন থেকেই পাহাড়ধসের হাত থেকে রক্ষা পেতে সচেতনতামূলক পদক্ষেপ নেয়া জরুরি। সূত্র জানায়, নির্বিচারে বন কেটে বসতি স্থাপন এবং বন-জঙ্গল ও গাছ উজাড়ের কারণেই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বর্ষা মৌসুমে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে। গাছ কাঁটার কারণে প্রচুর টিলার উপরিস্থ অঞ্চল একদম বিনাশ হয়ে পড়েছে। ওই কারণেই বর্ষা মৌসুম এলেই পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যাচ্ছে। মৌসুমি জলবায়ুর কারণে দেশে প্রতিবছরই বন্যা দেখা দেয় এবং বাংলাদেশের দক্ষিণ দিকের পাহাড়গুলোতে ভূমিধস হয়ে থাকে। ইতোমধ্যে জলবায়ু অধিদফতর পূর্বাবাস দিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে। এই বায়ু দেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে এ প্রসঙ্গে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গত শুক্রবার থেকে বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যাকে আমরা বর্ষা বলা হয় তা বিস্তার লাভ করেছে। এখন থেকে প্রতিনিয়ত বর্ষার বৃষ্টি হবে। পুরো দেশেই বর্ষা বিস্তার লাভ করেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশেই বৃষ্টি হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW