কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কড়াইডাঙ্গী পাড়া গ্রাম থেকে বকুল মিয়া (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
চর রাজিবপুর থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফারুক মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারীর বাড়িতে তল্লাসী চালায়। এ সময় তার শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ১৯৫ পিচ ভারতীয় ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয়। সাথে ১টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৩৫টাকা জব্দ করেছে পুলিশ।
মাদক বিক্রেতা বকুল মিয়া ওই কড়াইডাঙ্গী গ্রামের ফরহাদ আলীর পুত্র। এলাকাবাসী জানান,সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
চর রাজিবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান,তার নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবারেই তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।