পশ্চিম সাহারা থেকে স্পেনের ক্যানারি দ্বীপে যাওয়ার সময় নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছেন।
শুক্রবার স্পেনের একটি বেসরকারি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে ৩০ নারী ও ৮ শিশু রয়েছেন।
অভিবাসীদের পর্যবেক্ষণকারী সংস্থা ক্যামিন্যানদো ফ্রন্টিয়ার্স কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার অন্তত ৫০ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে পশ্চিম সাহারা থেকে স্পেনের উদ্দেশ্যে নৌকাটি যাত্রা শুরু করে।
যাত্রা শুরুর কিছুক্ষণ পরই প্রতিকূল আবহাওয়ার কারণে মরক্কোর ডাখলা উপকূলের কাছে নৌকাটি ডুবে যায়। মাছ ধরার নৌকাগুলো তাদের মধ্যে মাত্র ১০ জনকে উদ্ধার করতে সমর্থ হয়।