উদ্ভিদ-উৎপাদিত প্রোটিন দিয়ে বিজ্ঞানীরা এক ধরনের চুইংগাম অবিষ্কারের দাবি করেছেন যা কোভিড-১৯ ঠেকাতে সহায়ক। চুইংগামটি নভেল করোনাভাইরাসের আলফা, বিটা, ডেল্টার ধরন রোধ করতে পারে বলেও তাদের দাবি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, কভিড রোধে বিশেষ ধরনের চুইংগাম নিয়ে গবেষণা করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। মলিকিউলার থেরাপি নামে একটি জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষণায় বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মুখের লালায় প্রচুর ভাইরাস জমে। রোগীদের মুখের লালা নিয়ে আরটিপিসিআর পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ভাইরাস রুখতে চুইংগাম কতটা কার্যকর। তারা এসিই-২ রিসেপ্টর প্রোটিন দিয়ে বিশেষ উপায়ে চুইংগাম তৈরি করেছেন। ৫০ মিলিগ্রাম প্রোটিন মেশানো চুইং গাম করোনা ঠেকাতে ৯৫ শতাংশ পর্যন্ত সক্ষম।
গবেষকরা উল্লেখ করেছেন, যারা করোনা প্রতিরোধক দুই ডোজ টিকা নিয়েছেন তারা এখনো সার্স-কভ-২ দ্বারা সংক্রমিত হতে পারেন। যারা টিকা নেননি তাদের ঝুঁকি আরো বেশি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনরি ড্যানিয়েল বলেছেন, আমরা জানি সংক্রমিত কোনো ব্যক্তি কথা বলার সময় হাঁচি-কাশি দিলে ভাইরাস সংক্রমিত হতে পারে। শুধু কথা বলার সময়ও তা হতে পারে। সার্স-কভ-২ লালাগ্রন্থিতে প্রতিলিপি তৈরি করাতেই এমনটা হয়।
মলিকিউলার থেরাপি জার্নালে প্রকাশিত গবেষণায় নেতৃত্বদানকারী ড্যানিয়েল আরো বলেন, এসিই-২ রিসেপ্টর প্রোটিন লালায় মিশে গিয়ে সংক্রমণের উৎসকে নির্বিষ করে ফেলে। এতে কভিড সংক্রমণের হার কমতে পারে।
গবেষণায় আলফা, বিটা, ডেল্টার সংক্রমণ রোধে চুইংগামটি কাজ করতে পারবে বলা হলেও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রন ঠেকাতে এর কার্যকারিতা কী- তা পরীক্ষা করা হয়নি বলে জানানো হয়েছে।