প্রবাসী স্বামীর লাশ বাড়ীর উঠানে দেখেই ৫ মিনিটের মধ্যে স্ত্রীও স্টোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্টোক করে। বড় ছেলেকে হাসপাতালে রেখেই স্বজনরা বাবার লাশের কবর দেওয়া ব্যবস্থা করেন। ছেলে একটু সুস্থ হলে মাকে কবর দেওয়ার সময় ছেলেকে হাসপাতাল থেকে বাড়ী নেওয়া হয়।
মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।
গত ২২ জুন প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে স্টোক করে মারা যান। নানা চেষ্টা তদবিরের পর গত ২৮ জুন মঙ্গলবার রাত ৯টায় তার লাশ গ্রামের বাড়ী ফেনীর ফরহাদ নগর ইউনিয়নের চর কালিদাস গ্রামের নিজ বাড়ীতে আনা হয়।স্বামীর লাশ বাড়ীতে পৌঁছার পর লাশ দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরেই স্ত্রী খোদেজাও স্টোক করে মারা যান।
স্থানীয় ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু প্রবাসী স্বামীর লাশ উঠানে দেখেই স্ত্রী স্টোক করে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, প্রবাস থেকে জামাল উদ্দিনের লাশ বাড়ী পৌঁছানের সাথে সাথে বাড়ীর পাশে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফনের জন্য কবর খোঁড়া হয়। স্ত্রীর লাশ ঘরে রেখে ও বড় ছেলে আজাহারকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ১১টার দিকে জামালের লাশ দাফন করা হয়।