কাঁঠাল

লায়ন মোঃ গনি ময়িা বাবুল : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২২, ০৬:৩৯ পিএম

জাতীয় ফল কাঁঠাল
স্বভাব তার আঠাঁল,
পুষ্টি গুণে ভরপুর
অধকি জন্মে গাজীপুর।

হলুদ রঙরে সুমষ্টি
কাঁঠাল র্সবত্র পরদিৃষ্ট,
পাতা ফুল ফল
বচিতিে অধকি বল।

কাঁটায় ভরা দহে তার
রসময় রসে একাকার,
কত যে গুণ তার
এই ফল জনতার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW