দৌলতখানে শ্রী শ্রী মদন মোহন বাউজির কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২১ নভেম্বর, ২০২২, ০৩:২৮ এএম : | আপডেট: ২১ নভেম্বর, ২০২২, ০৪:০৩ এএম

ভোলার দৌলতখান উপজেলার শ্রী শ্রী মদন মোহন বাউজির কেন্দ্রীয় মন্দিরের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রোববার ২০ নভেম্বর রাতে শান্তি রঞ্জন বণিকের সভাপতিত্বে মন্দির কমিটির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,  খ্রিস্টান ঐক্য পরিষদের দৌলতখান উপজেলা শাখার সভাপতি অসিত রঞ্জন দাস। সাধারণ সভায় উপস্থিত  সদস্যদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে গঠিত কমিটিতে  কালিদাস পাল ভুলুকে সভাপতি, কালাচান রায়কে সিনিয়র সহ-সভাপতি, সুমন প্রতাপ সিং কে সাধারণ সম্পাদক, হরিহর চন্দ্র দাসকে কোষাধ্যক্ষ, তপন চন্দ্র দেবনাথকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ৩ বছরের  এ কমিটি দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুমন প্রতাপ সিং বলেন, নতুন কমিটি সাধারণ  সম্পাদক হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবো। মন্দিরের অবকাঠামো উন্নয়ন,  সৌন্দর্য বর্ধনসহ সকল কাজ সম্পাদনে কাজ করে যাবো।  বিগত দিনেও কেন্দ্রীয় মন্দিরসহ উপজেলার সকল মন্দিরের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছি। একাজে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নতুন কমিটিতে সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW