পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জের গজেরিয়ার থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড নামে একটি শিপ ইয়ার্ড কোম্পানির এক কর্মকর্তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম।
ওই কর্মকর্তার নাম এম.এ. রহমান আনসার(৫০)। তিনি কোম্পানিটির ডিরেক্টর (লজিস্টিক) পদে কর্মরত রয়েছেন।
নির্বাহী হাকিম জি.এম রাশেদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জ কার্যালয়ের আবেদনের ভিত্তিতে দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত আমরা গজারিয়া উপজেলার নয়নগর এলাকায় অবস্থিত থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেডের শিপ ইয়ার্ডে অভিযান পরিচালনা করি। এ সময় পরিবেশ দূষণ হয় এমন বর্জ্য উৎপাদন, মজুদকরণ এবং পরিত্যাগ করনের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটির (ডিরেক্টর) লজিস্টিক এম.এ. রহমান আনসারকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপণ্ডপরিচালক আখতারুজ্জামান টুকু, সরকারী পরিচালক এন.কে.এ. সিদ্দিক।
অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।