এস এম সুলতানের পালিত কন্যা নীহার বালা বার্ধক্যজনিত কারণে পরলোকগমন

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২, ০৫:০২ এএম

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নীহার বালা বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে নীহার বালা এক নাতী ও নাতনী রেখে গেছেন। 
নীহার বালার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক এবং সমবেদনা প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে। 
ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতে তাকে বাড়ির পাশে সমাধিস্থল করা হবে বলে জানিয়েছেন নীহার বালার নাতী চিত্রশিল্পী নয়ন বৈদ্য।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW