ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে ৩০নভেম্বর বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শামশুদ্দীন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার (হাতি মার্কা প্রতিক) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারুল হক পায় ৪১ভোট। সহ-সভাপতি পদে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার খতিবুর রহমান ৫৯ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল হবিবর রহমান ৪৯ ভোট। সাধারন সম্পাদক পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহজাহান আলী (গরুর গাড়ী প্রতিক) ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব গোলাম মোস্তফা পায় ৫৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আমির হোসেন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মানিক মিয়া পায় ৪১ ভোট। প্রচার সম্পাদক পদে শাহে ইমরান মানিক, কষাধক্য পদে সাইদুর রহমান,দপ্তর সম্পাদক পদে আক্তারুজ্জামান দুলাল নির্বাচিত হয়। এদিকে রাহবা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদ, মোবারক আলী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।