শুটিং শিডিউল চূড়ান্ত হলো। কিন্তু তার তিনদিন আগেই হঠাৎ পায়ে আঘাত পান আসিফ। চোটে ঘায়েল হয়ে একেবারে শয্যাশায়ী। কিন্তু শিডিউল নষ্ট করার পক্ষে নন এ গায়ক। তাই আহত শরীর নিয়ে ক্র্যাচে ভর দিয়েই দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। পাল্লা দিয়ে শুটিং করলেন এই সময়ের তরুণদের সঙ্গে। ঘটনাটি ঘটেছে ‘গুল্লি’ শিরোনামের একটি গানচিত্রের ক্ষেত্রে। সম্প্রতি ঢাকায় এর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। এ গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর-সংগীত ও প্রজেক্ট তত্ত্বাবধানে জুয়েল মোর্শেদ। এর আগে ‘আগুন’, ‘অরে পাখি’র মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই ত্রয়ী। গানটির ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম। এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন শাকিলা পারভীন ও অরূপ।জানা গেলো, ‘গুল্লি’ প্রযোজনা করছে ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান ‘বিলিভ মিউজিক’। এই প্রথম তারা কোনো বাংলাদেশি শিল্পীর গানের সঙ্গে যুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আসিফের ভাষ্য, ‘বিলিভ মিউজিক আমার নতুন ৮টি গান প্রডিউস করার দায়িত্ব নিয়েছে। তাদের সঙ্গে পুরো বিষয়টি তদারক করছেন জুয়েল মোর্শেদ। মজার বিষয় হচ্ছে, গানগুলি আমার নিজের চ্যানেলেই প্রকাশিত হবে, পাশাপাশি আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্মগুলোতেও শোনা যাবে।’ জুয়েল মোর্শেদের মতে, গানটি সেলিব্রেশন সং ধাঁচের। তিনি বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ ‘আগুন’। গানতির অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, যা আমার ক্যারিয়ারের জন্যও একটি মাইলফলক। প্রতিবছর তার জন্য অন্তত ১টি গান তৈরির চেষ্টা করি। আসিফ ভাই স্যাড-রোমান্টিক গানের জন্য বেশি জনপ্রিয় হলেও আমার চেষ্টা থাকে তার জন্য একটু ফান বেইজড গান করার। এটাও তেমনই।’জানা গেছে, চলতি বছরের ইতি এবং নতুন বছরের আগমন উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর প্রকাশ হতে যাচ্ছে ‘গুল্লি’ গানচিত্রটি।