কালাইয়ে ভটভটি উল্টে চালক নিহত, আহত মৎস্য চাষী

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) :  : | প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩৮ পিএম : | আপডেট: ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:২৪ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার সাঁতার-কুসুমসাড়া এলাকায় দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কে পড়ে চালক মোমিন উদ্দীন (৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোমিন উদ্দীন কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃত. ফকির উদ্দীনের ছেলে। এ সময় ভটভটিতে থাকা মোস্তফিজুর রহমান মস্তো (৪৫) নামে এক মৎস্য চাষী গুরুতর আহত হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)  হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের মৃত আঃ রশীদ এর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের বাসিন্দা মোমিন উদ্দীন শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে মোস্তফিজুর রহমান মস্তো মাছ বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে পাঠানপাড়া-বৈরাগীরহাট সড়কের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় দ্রুতগামী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে গুরুতর আহত হয় চালক মোমিন উদ্দীন ও ভটভটিতে বসে থাকা মৎস্য চাষী মস্তো।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো.রেজাউল করিম ভটভট চালককে মৃত ঘোষনা করেন। আর গুরুতর আহত মৎস্য চাষীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন।

দূর্ঘটনায় মৃত্যু এবং আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন।
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW