দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:০২ এএম

ভোলার দৌলতখান সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা ২ আসনের এমপি আলহাজ¦ আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেণু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম শাখাওয়াত হোসেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW