স্ত্রী-সন্তানকে হত্যা: মার্কিন আইনজীবীর যাবজ্জীবন

এফএনএস: : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৩, ১২:৩৩ পিএম : | আপডেট: ৩ মার্চ, ২০২৩, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে এক আইনজীবীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রতিটি খুনের জন্য প্যারোলে ছাড়াই ৩০ বছর যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছে তাকে। শুক্রবার সকালে এই সাজা ঘোষণা করা হয়। সাউথ ক্যারোলিনা সার্কিট কোর্টের বিচারক ক্লিফটন নিউম্যান বলেন, ‘অপরাধের প্রমাণ একেবারেই স্পষ্ট।’ সাজাপ্রাপ্ত আসামির নাম অ্যালেক্স মারডফ। তার বয়স ৫৪ বছর। বিবিসির খবরে বলা হয়, ছয় সপ্তাহের বিচার শেষে অ্যালেক্স মারডফকে হত্যার দুটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। রায়ের আগে আগে জুরি প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা করে। শুনানিতে বলা হয়, মিলিয়ন ডলারের আর্থিক অপরাধ আড়াল করতে স্ত্রী ম্যাগি এবং ছেলে পল মারডফকে ২০২১ সালের ৭ জুন নিজেদের পারিবারিক সম্পত্তিতে খুব কাছ থেকে গুলি করছিলেন অ্যালেক্স। ওয়াল্টারবোরোতে বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানির সময় অ্যালেক্স মারডফ নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। সূত্র: বিবিসি

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW