নদী রক্ষায় বরিশালে মানববন্ধন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :  : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৩, ০৫:৪০ এএম

ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীর সিএস মৌজা ম্যাপ অনুসরণ করে সীমানা নির্ধারণ, স্থায়ী পিলার স্থাপন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া, নদীর সীমানায় অবৈধ দখলদারদের চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদ্যাপন সম্মিলিত কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারী লিংকন বাইন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র প্রতিনিধি রফিকুল আলম। বক্তারা নদী রক্ষা ও নদী দুষনরোধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW