নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মদন হেমরম(৬৩) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মশিদপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হারমা হেমরমের ছেলে। থানাসূত্রে জানাগেছে, মদন বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে চার্জারভ্যানের ব্যাটারীতে চার্জ দেওয়ার ভাঙ্গা সংযোগে আকস্মিক হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার ঘটনা স্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং লাশ বৃহস্পতিবার মর্গে পাঠানো হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেন। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।