বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেন-এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। ছাত্রজীবন থেকে স্বপ্ন দেখতাম এলাকার মানুষের জন্য কিছু করার। মহান রাব্বুল আলামিন আমার সে স্বপ্ন পূরন করেছেন। এলাকায় শিল্প প্রতিষ্টান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্টা করে শিক্ষার বিস্তার ঘটিয়েছি। প্রতি বছর সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণসহ নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত এধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার একাংশের প্রায় ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ঈফতার সামগ্রী বিতরণ কাজের উদ্বোধণকালে এ কথা বলেন। মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণকালে বিশিষ্ট সমাজসেবক হামিদুর রহমান হামদু, হাজী অলিউল্লাহ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, পারভেজ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সায়হাম গ্রুপের সিনিয়র ম্যানেজার(অর্থ) ইরশাদ চৌধুরী, ম্যানেজার মোস্তফা কামাল বাবুল, কাউন্সিল মোঃ বাবুল হোসেন, প্যানেল মেয়র শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আবজাল পাঠান, সাবেক কাউন্সিল গোলাপ খাঁন, শাহজাহান চৌধুরী টিটু, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, সমাজসেবক সেলিম মিয়া, লুৎফুর রহমান খাঁন, এমদাদুল হক সুজন, জসিম শিকদার, সুধু মিয়া প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাউল, ছানাবুট ১কেজি, ডাইল ১কেজি, তেল ১লিটার, লবন ১ কেজি, চিনি আধা কেজি, সেমাই ১ প্যাকেট।