মাধবপুরে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেপ্তার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :  : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৩, ০৬:৩৩ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজারের কাছে চোরাই অটোরিক্সাসহ ছায়েদ মিয়া (২৮)নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের আলফি মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে থানার এস.আই মানিক সাহা ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানান-ছায়েদ মিয়া চোরাই অটোরিক্সাটি বিক্রি করার উদ্দেশ্যে বাঘাসুরার বাজারের পাশে পাভেল মিয়ার বসতবাড়ির নিকট মাটির রাস্তায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং অটোরিক্সাটি জব্দ করে। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তিকে আদালতে সোর্পদ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW