শরীয়তপুরে খালেদা জিয়া ও জুয়েলের রোগমুক্তি কামনায় দোয়া

এফএনএস (মোঃ আল আমিন শাওন; শরীয়তপুর) : : | প্রকাশ: ৩ মে, ২০২৩, ০১:১৭ এএম

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ  জাতীয়তাবাদী ছাত্রদল  কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল  এর আশু রোগমুক্তি কামনায় শরীয়তপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে ২০২৩) শরীয়তপুর জেলা শহর এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

শরীয়তপুর সদর উপজেলা  ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের  সভাপতি পদপ্রার্থী  মোঃ পারভেজ খান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা তাহসান আহমেদ ইমাম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন মাঝী, যুবদল নেতা আজাদ মাল, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহীন মাদবর, সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সজল মোল্লা, সাবেক ছাত্রনেতা রানা মোল্লা, যুবদল নেতা নাঈম বেপারী, ছাত্রদল নেতা আমির হোসেন মোল্লা, নান্নু সরদার, সাজন মাদবর, মিহির, সাজিদ, সজীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW