সদ্য সমাপ্ত এপ্রিল মাসে পণ্য রপ্তানি থেকে এসেছে দুঃসংবাদ; এ খাতের আয় গত বছরের একই সময়ের তুলনায় এক ধাক্কায় কমে গেছে ১৬ দশমিক ৫২ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এপ্রিল মাসের রপ্তানি তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, এ মাসে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে ২০২১-২০২২ অর্থবছরের এপ্রিলে ৪৭৩ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের এপ্রিলে ৫০৫ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ধরা হয়েছিল। সে হিসেবে আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৬৭ শতাংশ কম। বিশ্ব অর্থনীতির টানাপোড়েনের মধ্যেও চলতি অর্থবছরের অধিকাংশ সময় রপ্তানি প্রবৃদ্ধির শক্তিশালী ধারা বজায় ছিল। গত মার্চ মাসে এ খাতের আয় নেতিবাচক ধারায় ফিরে যায়; ওই মাসে ৪৬৪ কোটি ৩৯ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়, যা ছিল আগের বছরের মার্চের চেয়ে ২ দশমিক ৩৯ শতাংশ কম। অবশ্য এপ্রিলে শেষে চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ১০ মাসের মোট রপ্তানি এখনও ৫ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধিতে রয়েছে। এই সময়ে মোট ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যদিও মোট ৪ হাজার ৭৩১ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ছিল এই সময়ে। সেই হিসেবে অর্থবছরের প্রথম ১০ মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ পিছিয়ে আছে।