ছয় বছর ঘুরেও বিল পাননি ইউপি সদস্য

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) :  : | প্রকাশ: ২৪ মে, ২০২৩, ০২:২৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি প্রকল্পের কাজ ৬ বছর আগে শেষ করে বিল পাওয়ার আশায় অফিসে ঘুরছে সাবেক তিল্লি ইউপি সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারা বেগম। নিজের টাকায় জনস্বার্থে রাখের মধ্যে করা ঘাটলা ও গাইড ওয়াল ভেঙ্গে দিল ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম ধলা। এ বিষয়ে সাটুরিয়ার ইউএনওর কাছে গত ১৬ মে লিখিত অভিযোগ করেছেন আঞ্জুয়ারা বেগম। চেয়ারম্যান বলছেন ওখানে কোন ঘাটলা ও গাইড ওয়াল ছিল না।

জানা গেছে, ২০১৮ সালে মার্চ মাসে তিল্লি ইউনিয়নের উত্তর আয়নাপুর সাজাহানের বাড়ির নিকট গাইড ওয়ালসহ রাখের ঘাটলা নির্মাণ করার জন্য এলজিএসপি প্রকল্প হতে ২ লক্ষ টাকার প্রকল্প নেয়া হয়। ওই প্রকল্পের সভাপতি হন ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুয়ারা বেগম। 

উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের নিয়মনুয়ায়ী দরপত্র আহবান করা হয়। ২০১৮ সালে ১ মার্চে ওই দরপত্রে অংশ নেন তিন ঠিকাদার প্রতিষ্ঠান। মেসার্স শাকিল ট্রেডার্স, মের্সাস আবিদ এন্টার প্রাইজ ও আলফাত আলম ট্র্রেডার্স। তিন ঠিকাদার প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই বাছাই করে নিম্ম দরদাতাকে দুই লক্ষ টাকা চুক্তি মূলে কাজ পান শালিক ট্রেডার্স। ঠিকাদার প্রতিষ্ঠান যথা সময়ে প্রকল্পের কাজ শেষ করেন। কাজ শেষ হওয়ার পর প্রকল্প সভাপতি চুরান্ত বিল দাখিল করেন চেয়াম্যানের কাছে। এদিকে কাজের গুনগত মান ভালো না হওয়ায় ওই প্রকল্পের দুই লক্ষ টাকার বিল না দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। 

তিল্লি ইউপি সাবেক সদস্য আঞ্জুয়ারা বেগম জানান, ২০১৮ সালে রাখের উপর জনস্বার্থের কথা চিন্তা করে নারী পুরুষদের গোছল করার জন্য আমার নিজের টাকা দিয়ে রাখের উপর ঘাটলা ও গাইড ওয়াল নির্মাণ কাজ সম্পর্ণ করি। বিলের জন্য ৬ বছর ধরে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে ঘুরছি। এখনো কাজের বিল পাইনি। এদিকে আমার টাকায় নির্মিত সেই রাখের উপর ঘাটলা ও গাইড ওয়াল রাস্তা করার নামে ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম ধলা ভেঙ্গে নিয়ে গেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে সাটুরিয়া ইউএনওর কাছে তিল্লি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানায়। তিনি আরো বলেন,যেখানে মানুষের স্বার্থ জরিত সেটা একজন জনপ্রতিনিধি প্রশাসনকে না জানিয়ে কিভাবে ভেঙ্গে নিল। তার দাবী এখন আমার বিল কে দিবে? 

তিল্লি ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম ধলা বলেন, উত্তর আয়নাপুর সাজাহানের বাড়ির নিকট কোন রাখের উপর ঘাটলা বা গাইড ওয়াল ছিল না। অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন সাবেক ইউপি সদস্য।

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. নাজমুল করিম বলেন, উত্তর আয়নাপুর সাজাহানের বাড়ির নিকট রাখের উপর ঘাটলা ও গাইড ওয়ালের নির্মাণের কথা স্বীকার করে বলেন, কাজের গুনগতমান ভালো না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিল প্রদানে বন্ধ রেখেছেন। কিন্তু ওই মহিলা সদস্য নিজের টাকায় কাজ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি বলেন, যেহেতু সরকারি বিল প্রদান করা হয়নি সেহেতু ওই প্রকল্পটি সরকারি নয় বলে জানান। 

এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও শান্তা রহমান বলেন, ওই সাবেক ইউপি সদস্য মঙ্গলবার সকালে আমার কাছে এসেছিল। আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি বলেন, সরকারি টাকার ঘাটলা ও গাইড ওয়াল কর্তৃপক্ষকে না জানিয়ে ভাঙ্গা ঠিক হয়নি বলে মন্তব্য করেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW