গাজীপুর সিটিতে সেরা সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : : | প্রকাশ: ২৭ মে, ২০২৩, ০৭:২৬ এএম

গাজীপুর সিটি কপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের সেরা কাউন্সিলর ও গাজীপুর মহানগর মহিলা দলের সহ-সভাপতি (বহিস্কৃত) কেয়া শারমিন বলেছেন, নির্বাচনী এলাকার প্রতিটি নাগরিক আমার সন্তানের মতো। তাদের সেবা করাই আমার কাজ। উপযুক্ত সেবা পেয়ে ভোটাররা ভালোবেসে আমাকে ভোট দেয়। সিটি নির্বাচনে ৭৬জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মধ্যে প্রথমস্থান অধিকার করতে পেরেছি শুধু ভোটারদের ভালোবাসায়। তারা পরপর পাঁচবার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি বছরের পর বছর তাদেরকে সেবা দিয়ে যেতে চেষ্টা করছি। বিনিময়ে তারা আমাকে তাদের মূল্যবান ভোট প্রদান করে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। ভোটের ময়দানে টাকাণ্ডপয়সা তেমন একটি বড় বিষয় নয়। আসল কথা হলো সাধারণ মানুষকে কাউন্সিলর হিসেবে কতটুকু সেবা দিতে পেরেছি সেটাই মূল বিষয়। 
সদ্য সমাপ্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী সংরক্ষিত মহিলা (৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড, আসন-১৮) কাউন্সিলর কেয়া শারমিন। ইতঃপূর্বে তিনি ২০০০ ও ২০০৬ সালে পরপর দুইবার টঙ্গী পৌরসভার সংরক্ষিত মহিলা কমিশনার ছিলেন। এবারের সিটি করপোরেশন নির্বাচনে তিনি চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পুরো সিটিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মর্জিনা আক্তার (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২০৪ ভোট।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকাটি শিল্প অধ্যুষিত। এখানে নিম্ন আয়ের অনেক মানুষ বাস করেন। সব সময় আমি তাদের সুখ-দুঃখের ভাগিদার হয়েই থেকেছি। তাদের যেকোনো সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং সমাধানের চেষ্টা করেছি। কেউ কোনো সমস্যায় পড়লে শতভাগ চেষ্টা করেছি সমাধান করার জন্য। দীর্ঘদিন যাবত টঙ্গী পাইলট স্কুল এ- গালর্স কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জীবনমান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। 
কাউন্সিলর কেয়া শারমিন তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW