নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে কলমাকান্দা পাঁচগাও নল্লাপাড়া এলাকার মোঃ মিলন মিয়ার দোকানের পাশেই এ দূঘটনা ঘটে। নিহত ছাত্র নল্লাপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে রাজিব মিয়া। স্থানীয় সুত্রে জানা যায়, রাজীব মিয়া স্থানীয় একটি রিকশা যুগে বাড়িতে ফেরার পথে নল্লাপাড়া এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজুড়ে ধাক্কা মেড়ে রাস্তায় ফেলে দেয়। ফলে শরীরের বিভিন্ন জায়গায় রক্তকরণ হতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।