ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৩০ মে, ২০২৩, ০২:৫৯ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে তানজিনা মানহা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামে ঘটে।

জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামের তাজুল ইসলামের ৩ বছরের মেয়ে তানজিনা মানহা মঙ্গলবার (৩০মে) সকালে খেলার সময়ে সকলের অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে ভেসে থাকতে দেখে লোকজন দ্রুত ফরিদগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শিশুটিকে হাসপাতাল নিয়ে আসলে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW