গাবতলীতে জিয়ার ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া)  : | প্রকাশ: ৩০ মে, ২০২৩, ০৪:২০ এএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে বগুড়ার গাবতলী থানা ও পৌর বিএনপির ৫ দিনের কর্মসুচির অংশ হিসাবে প্রধম দিনে দলিয় কার্যালয়ে আলোচনাসভা, দিনব্যাপি কোরআন তেলোয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপিনেতা, পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম। 

পৌর বিএনপির সভাপতি মোঃ কায়দুজ্জোহা টিপুর সভাপেিতত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবদুর রহিম পিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল হোসেন মোল্লা, থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সহসভাপতি আবদুল গফুর শাহ, আফছার আলী মিজু, এস্কান্দার আলী ময়না, শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন বুলবুল, অর্থ সম্পাদক হামিদুল হক শিলু, বিএনপিনেতা লিটু মিয়া, সবুজ, আনিছার রহমান, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম, আবদুস সালাম, সোহেল, আব্দুল্লাহ, আবদুর রশিদ, জিল্লুর, আঃ বারী, রয়েদুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, আবদুল গোফফার, মহিলাদলনেত্রী ববিতা, খুশি, মরিয়ম,
যুবদলনেতা, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, সেলিম রেজা, নিফুল, সাব্বির, ছনি, পেস্তা, বাবু, সৌরভ, আঃ মান্নান পলাশ, আরিফুল, ছাত্রদলনেতা, আবদুল গনি, আবদুল ওহাব, আবদুল মোমিন, জুয়েল, জনি, নাহিদ, মইনুল,  শ্রমিকদলনেতা, শফিকুল ইসলাম, আনিছার রহমান, মর্নিং ও সুমন প্রমুখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে থানা ও পৌর বিএনপির ৫ দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW