ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন 

এফএনএস (মোঃ ছগির হোসেন; ভান্ডারিয়া, পিরোজপুর) :  : | প্রকাশ: ৬ জুন, ২০২৩, ০২:১৯ এএম

সমাজ সেবক শাহানাজ পারভীন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার এ বিদ্যালয়ে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬ ভোট পেয়ে শাহানাজ পারভিন এ বিদ্যালয়ে প্রথম নারী সভাপতি নির্বাচিত হন। 

মঙ্গলবার বেলা ১১টায় ভোট গ্রহণ শুরু হয়ে ১২টায় শেষ হয়। ভোট গণনা শেষে ৯টি ভোটের মধ্যে ৬টি ভোট পান শাহানাজ পারভিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তারই মামা মো. জাহাঙ্গীর হোসেন পান্না মাত্র ৩ ভোট পান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, এতে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. রুহুল আমীন। ভোট চলা কালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এস.আই) মো. ফারুক হোসেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW