প্রভাসের ছবির দশ হাজার টিকেট দেয়া হচ্ছে বিনামূল্যে

এফএনএস বিনোদন : : | প্রকাশ: ৮ জুন, ২০২৩, ০৪:১৫ এএম

প্রভাস ও কৃতী শ্যাননের ‘আদিপুরুষ’ মুক্তির আর বেশীদিন বাকি নেই। ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা চরমে। এর মাঝেই ছবির প্রযোজক জানিয়েছেন, বিনামূল্যে দশ হাজার টিকিট দেয়া হবে ছবিটির। ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। গত বুধবারই টুইটারে নিয়েই এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক অভিষেক আগরওয়াল। অভিষেক তার টুইটে একটি গুগল লিংক শেয়ার করেছেন। সেই লিংকে ক্লিক করলে ডাউনলোড হবে ফ্রি টিকিট। পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতী অভিনয় করবেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন তিনি। ৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ।’ ১৬ জুন মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW